সবশেষ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইট পর্বে জায়গা পেয়েছিল বাংলাদেশ। প্রায় ১৭ বছরের অপেক্ষার পর আবারও সেরা আটের লড়াইয়ে টাইগাররা। আগামীকাল ভোর সাড়ে ৬টায় সুপার এইটের দ্বৈরথে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে শান্ত-সাকিবরা।
এ ম্যাচে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তবে এক্ষেত্রে উইকেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তার। ইউটিউবে পডকাস্ট চ্যানেল ক্লাব প্রেইরি ফায়ারে আলাপ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, সাবেক ইংলিশ কাপ্তান মাইকেল ভন ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
সেখানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে টাইগারদের সুযোগ আছে কিনা এমন প্রশ্নে টাইগারদের সম্ভাবনা নাকচ করে দেন গিলক্রিস্ট। তবে মোহাম্মদ হাফিজের মতে কন্ডিশন যদি স্পিন নির্ভর হয় তাহলে বাংলাদেশের ভালো সুযোগ আছে।
মোহাম্মদ হাফিজ বাংলাদেশের সুযোগের প্রশ্নে বলেন, ‘এটা নির্ভর করছে তাঁরা কোন পিচে খেলবে, যদি পিচ গ্রাফটি হয়, স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে বাংলাদেশ যেকোন দলকে চ্যালেঞ্জ করতে পারে। তাঁরা ভালো খেলছে, তাঁদের স্পিন অ্যাটাক আছে, ফাস্ট বোলাররা ভালো করছে। অবশ্য তাঁদের ব্যাটারদের ঐ উইকেটে ব্যাট করা কঠিন হবে। যদি পিচ ওভাবে তৈরি হয় তাহলে তাঁরা যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।’
‘অস্ট্রেলিয়া যেকোন কন্ডিশনে এগিয়ে থাকবে। তবে বাংলাদেশ যেভাবে সঠিক বোলিং অ্যাটাক নিয়ে খেলছে এই মুহূর্তে তাতে আমার মনে হয় কন্ডিশন তাদেরকে সাহায্য করলে তাঁরা চ্যালেঞ্জ জানাতে পারবে।’
বাংলাদেশকে নিয়ে হাফিজের মন্তব্যের জবাবে অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘তুমি বাংলাদেশের সুযোগ নিয়ে কথা বলছো? অথচ বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি এমন ছিল যে যুক্তরাষ্ট্র তাদের একেবারে পিষে দিয়েছে। আমি অস্ট্রেলিয়ার পক্ষেই থাকব।’