Tuesday, July 1, 2025
HomeScrollingশশুড়বাড়ী কেনাকাটা করতে এসে লাশ হলো শারমিন'পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী আটক

শশুড়বাড়ী কেনাকাটা করতে এসে লাশ হলো শারমিন’পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী আটক

সুজন হোসান রিফাত,রাজের, মাদারীপুর।
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের নদীর পাড় থেকে গৃহবধূ শারমিন আক্তার (২০) এর লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। স্বামী আকাশ শেখকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল শুক্রবার সকালে ঈদের কেনাকাটার জন্য বাপের বাড়ি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি থেকে শারমিন রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল শশুর বাড়ি পাঠিয়ে দেয় পরিবারের লোকজন কিন্তু শ্বশুরবাড়ি খোঁজ নিলে শারমিন এর সন্ধান পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পরে পরিবারের লোকজন স্থানীয়ভাবে জানতে পারে কুমার নদীর তীরে একটি লাশ পাওয়া গেছে ঘটনাস্থলে এসে পরিবারের লোক শনাক্ত করে এটা শারমিনের লাশ।
শারমীন অাক্তার জেলার শিবচর উপজেলা নিলখী ইউনিয়নের চরকামারকান্দির অায়নাল ভুইয়ার মেয়ে ও রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পশ্চিম স্বরমঙ্গলের শাহ জালাল শেখের ছেলে অাকাশ শেখের সাথে গতবছর বিয়ে হয়।
এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়ে দিয়েছি এবং স্বামী অাকাশ শেখকে অাটক করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments