সুজন হোসান রিফাত,রাজের, মাদারীপুর।
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের নদীর পাড় থেকে গৃহবধূ শারমিন আক্তার (২০) এর লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। স্বামী আকাশ শেখকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল শুক্রবার সকালে ঈদের কেনাকাটার জন্য বাপের বাড়ি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি থেকে শারমিন রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল শশুর বাড়ি পাঠিয়ে দেয় পরিবারের লোকজন কিন্তু শ্বশুরবাড়ি খোঁজ নিলে শারমিন এর সন্ধান পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পরে পরিবারের লোকজন স্থানীয়ভাবে জানতে পারে কুমার নদীর তীরে একটি লাশ পাওয়া গেছে ঘটনাস্থলে এসে পরিবারের লোক শনাক্ত করে এটা শারমিনের লাশ।
শারমীন অাক্তার জেলার শিবচর উপজেলা নিলখী ইউনিয়নের চরকামারকান্দির অায়নাল ভুইয়ার মেয়ে ও রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পশ্চিম স্বরমঙ্গলের শাহ জালাল শেখের ছেলে অাকাশ শেখের সাথে গতবছর বিয়ে হয়।
এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়ে দিয়েছি এবং স্বামী অাকাশ শেখকে অাটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.