আজ মহাসিন খানের জম্মদিন। জীবনে বহু পথ চলা হয়েছে এবং হচ্ছে।
লাইভনিউজের পক্ষ থেকে তার সার্বিক সুস্থ্যতাসহ দীর্ঘজীবন কামনা করছি।
শুভ জম্মদিন , শুভ কামনা মহাসিন মামা।।
মামা কেন?
আমাদের এক সাংবাদিকের মামা তাই এখন সাংবাদিকদের মহাসিন মামা।
অসহায়দের বন্ধু-
যেকোন অসহায়দের পাশে আর্থিক অনুদানসহ মানুষদের চিকিৎসা সেবা দেয়ার জন্য সবসময় চেস্টা করে।
উপদেষ্টা-
লাইভনিউজ২৪বিডি.কম
লাইভনিউজ২৪-
সম্পাদক ও প্রকাশকসহ সকল সম্পাদকের পক্ষ থেকে আমাদের উপদেষ্টাকে জম্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাকে যেন মানুষে পাশে থাকার দাফিক দান করে এবং নেক হায়াত দান করে। আমিন।