
মোঃ মশিউর রহমান বিপুল:
কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব তাজভীর উল ইসলাম আজ বজরা ইউনিয়নের বাবু বাজার এলাকায় সনাতনী ধর্মাবলম্বী পরিবারের সঙ্গে এক আন্তরিক উঠোন বৈঠকে অংশ নেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকটি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
ধানের শীষের কান্ডারী তাসভীর উল ইসলাম উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা, উদ্বেগ ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, ধর্মীয় সহাবস্থান এবং রাজনৈতিক বৈষম্যহীনতার বিষয়ে তিনি তাঁর স্পষ্ট অঙ্গীকার তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীরা তার বক্তব্যে উৎসাহিত হয়ে জানান, বহুদিন পর একজন প্রার্থী এসে তাদের কথা মন দিয়ে শুনছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে তাসভীর উল ইসলাম নির্বাচিত হলে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
এলাকার লোকজনের ভাষায়—
“তিনি যেভাবে আমাদের সম্মান দিয়ে কথা বললেন, তাতে বোঝা যায় তিনি শুধু ভোট চাইতে আসেননি, সমস্যার সমাধান করতেও আগ্রহী।”
বৈঠক শেষে তাসভীর উল ইসলাম বলেন,
“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। উলিপুরকে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহে বাবু বাজারে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
