Saturday, July 5, 2025
HomeScrollingনবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো...

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানকে এয়ার মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।

অনলাইন ডেস্ক |

পাশের দেশ ভারতেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অভিনেতা মোশাররফ করিমের। ভারতীয় মালিকানাধীন ‘হইচই’ প্ল্যাটফর্মে প্রথমবার একটি ওয়েব সিরিজে কাজ করলেন এই গুণী অভিনেতা; যার নাম ‘মহানগর’। ১১ জুন, শুক্রবার প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির টিজার। ক্রাইম থ্রিলার ধরনের এই  ওয়েব সিরিজে মোশাররফ করিম হাজির হবেন হারুন নামের একজন পুলিশের চরিত্রে। টিজারে মোশাররফ করিমকে ‘কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম’ হিসেবে পরিচয় করিয়ে দেয় প্ল্যাটফর্মটি। তবে মোশাররফ করিমের নামের আগে ‘কিংবদন্তি’ শব্দ মেনে নিতে নারাজ অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ মোশাররফ করিমের নাম ধরে স্ট্যাটাস দিচ্ছেন আবার কেউ কেউ আকার-ইঙ্গিতে এর বিরোধিতা করছেন।

অনেক তারকাও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। মোশাররফ করিমের নামের সঙ্গে কিংবদন্তি শব্দ ব্যবহারে আপত্তি জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানীও। যদিও ওমর সানী মোশাররফ করিমের নাম উল্লেখ করে কিছু বলেননি। তবে কিংবদন্তি শব্দ ব্যবহার নিয়ে তার স্ট্যাটাস মোশাররফ করিমকেই ইঙ্গিত করে। ওমর সানী লিখেছেন, ‘স্টার, সুপারস্টারের মতো ‘কিংবদন্তি’ উপাধিটাও আজকাল সস্তা হয়ে যাচ্ছে। আমি একজন অভিনেতা অন্য কিছু নয়, আমি একজন মানুষ অন্য কিছু নয়।’

ওমর সানী ‘কিংবদন্তি’ শব্দ ছাড়াও সুপারস্টার শব্দের ব্যবহার নিয়েও আপত্তি তুলেছেন। আর তা শাকিব খানকে উদ্দেশ্য করে হতে পারে বলে অনেকেরই ধারণা। এর আগে পরিচালক মালেক আফসারী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কোমায় থাকা ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে লাভ কী?’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments