Saturday, April 27, 2024
HomeScrollingসোশ্যাল মিডিয়ায় আক্রমণ নিয়ে মেহজাবিনের উপলব্ধি

সোশ্যাল মিডিয়ায় আক্রমণ নিয়ে মেহজাবিনের উপলব্ধি

সোশ্যাল মিডিয়ার যুগে তারকাখ্যাতির বিড়ম্বনা কম নয়। তারকাদের ছবি বা পোস্টে অশালীন ও আক্রমণাত্মক মন্তব্যের জোয়ার দেখা যায়। সেই সেলিব্রিটি নারী হলে তো কথাই নেই।

তেমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ট্রল নিয়ে মন্তব্য করলেন টিভি দুনিয়ার নামি নায়িকা মেহজাবিন চৌধুরী। ইংরেজিতে লেখা তার পোস্টের শিরোনাম ‘রিয়্যালাইজেশন ২০২০’ বা ‘উপলব্ধি ২০২০’।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইসবুকে ট্রল নিয়ে লেখেন তিনি। জানান, গত কয়েক মাসে বুঝতে পেরেছেন কীভাবে ট্রল বা বিদ্রূপ, কাজে অনুৎসাহী, আক্রমণ বা লক্ষ্যবস্তু করার ফলাফলে মানসিকভাবে ভেঙে পড়ে কেউ, যা আত্মহত্যার দিকেও নিয়ে যায়।

অভিনেত্রীর মতে, যখন কেউ বিষণ্ণতায় আক্রান্ত হয়ে নিজের জীবন নিয়ে নেয়, তা আত্মহত্যা নয়. এটা খুন। আমরা সবাই লিখি ‘রেস্ট ইন পিস’ বা ‘শান্তিতে ঘুমাও’, কিন্তু কেন বলতে পারেনি ‘লিভ ইন পিস’ বা ‘শান্তিতে বাঁচো’?

আরও প্রশ্ন তোলেন এই ফটোসুন্দরী। কেন কাউকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা হয়? যাকে সে চেনেই না, যার সঙ্গে কখনো দেখা হয়নি বা কথা হয়নি। সবার নিজের মতো করে থাকার অধিকার আছে। তাহলে কেন কারো সম্পর্কে রায় দেওয়া হয়?

শেষে বলেন, কাউকে বিচার বা ট্রল করা আগে কেন আমরা নিজেকে প্রশ্ন করি না, আমি কে এবং নিজের জীবনে আমি কী করেছি?

দিন দু-এক আগে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিয়ে ফেইসবুকে পোস্ট করলে ট্রলের শিকার হন মেহজাবিন। বিব্রতকর সব কথায় ভরে যায় মন্তব্যের ঘর। তার পরদিনই এ প্রতিক্রিয়া জানালেন নায়িকা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments