Friday, April 26, 2024
Homeআইন-আদালতশিবগঞ্জের আলাদীপুরে পূর্ব শত্রুতার জেরে ইউসুফের উপর হামলা, থানায় অভিযোগ

শিবগঞ্জের আলাদীপুরে পূর্ব শত্রুতার জেরে ইউসুফের উপর হামলা, থানায় অভিযোগ


বগুড়া সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুরে জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ইউসুফ কাজী(৩৫) নামের অসহায় এক যুবককে বেধড়ক মারপিট, থানায় অভিযোগ দায়ের।
জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় শিবগঞ্জ সদর ইউনিয়নের আলাদীপুর হতে নিজ বাড়িতে আসার পথে একই গ্রামের বিবাদী সলিমুদ্দিন কাজী (৫৫), আয়ুব কাজী(৪৫) উভয়ের পিতা-মৃতঃ ছফিরউদ্দিন, ওসমান কাজী(৩৫), শামীম(২০) উভয়ের পিতা ছলিমউদ্দিন কাজী, নুরনবী কাজী(২৬) পিতা- ফজলার কাজী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালিয়ে ইউসুফকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে লিচুর বাগানে নিয়ে নিয়ে যায়। হামলা থেকে বাচাঁর জন্য ইউসুফ ডাক-চিৎকার দিলে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে সলিমউদ্দীনগংরা চলে যায়। পরবর্তীতে তার নিকট আত্মিয়রা এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসে। হামলার বিষয়ে অসহায় ইউসুফ বলেন, আমাকে জমাজমি সংক্রান্ত জেরে মেরে ফেলার জন্য তার সংঘবদ্ধভাবে হামলা চালায়, আল্লাহ্ আমাকে নিজ হাতে বাঁচিয়েছে, আমি পরিবার নিয়ে খুব আতঙ্কিত হয়ে জীবনযাপন করছি। আমি এ হামলার জন্য শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এ হামলায় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করছি। হামলার বিষয়ে প্রতিপক্ষ ওসমাসেন সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ইউসুফের মার হয়নি আরও মারতে হবে। সে উল্টো ইউসুফ ও তার বৃদ্ধা মা তাকে রাস্তায় একা পেয়ে হামলা করেছে এমন অভিযোগ করে। বাস্তবে তার কোন সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার বিষয়টি নিয়ে শিবগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন, হামলার বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments