Saturday, April 27, 2024
HomeScrollingশাহজালালে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালালে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় আট কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।

শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিমান থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সকালে অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবিরের কাছে গোপন খবর আসে যে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে স্বর্ণের চোরাচালান আসছে।

ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি বাড়ান। সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) বিমানটিতে তল্লাশি চালালে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা পরিদর্শক মনির হোসেন বলেন, উদ্ধার করা স্বর্ণের দাম ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments