Friday, April 26, 2024
HomeScrollingমাদারীপুরে মাস্ক না পড়া ও অযথা ঘুরাঘুরি করায় জরিমানা

মাদারীপুরে মাস্ক না পড়া ও অযথা ঘুরাঘুরি করায় জরিমানা

মেহেদী হাসান সোহাগ-লাইভনিউজ ডেস্ক  ।।
মাস্ক না পড়া ও অযথা ঘুরাঘুরি যেন না করতে পারে এবিষয় কঠোর অবস্থানে মাদারীপুর জেলা প্রশাসণ। ঈদের পর ১৪দিনের লকডাউনের শনিবার (২৪জুলাই) দ্বিতীয় দিনে সকাল থেকেই মাঠে রয়েছে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্বার্হী ম্যাজিস্ট্রেট তাদের সাথে রয়েছে পুলিশ, র‌্যাব ,বিজিবি সদস্য।

সকালে মস্তফাপুর বাসস্টান্ডে ১১টা পযন্ত ৮জনকে ৩হাজার টাকা জরিমানা করেন নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, অপ্রয়োজনে অযথা ঘুরাঘুরি করার জন্য সড়কে বের যারা হচ্ছে এবং যারা প্রয়োজনে বের হয়েও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ছে না তাদের সর্তক করা হচ্ছে এরপর যারা বিষয়গুলো মানছে না তাদেরকে মোবইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার আওতায় আনা হচ্ছে।

মাদারীপুর নির্বার্হী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, অপ্রয়োজনে অযথা ঘুরাঘুরি করার জন্য সড়কে বের যারা হচ্ছে এবং যারা প্রয়োজনে বের হয়েও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ছে না তাদের সর্তক করা হচ্ছে এরপর যারা বিষয়গুলো মানছে না তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। আমরা অভিযান জেলা প্রশাসকের নিদের্শে অব্যহত রাখবো।;;

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments