Saturday, April 27, 2024
HomeScrollingদেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত: আইইডিসিআর

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত: আইইডিসিআর

ফেরিতে ঈদে ঘরমুখো যাত্রীদের গাদাগাদি করে পারাপারের ছবি ঘুরছে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এরই মধ্যে এসেছে বড় এক দুঃসংবাদ।

দেশে করোনার ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সরকারি সংস্থাটি এখন পর্যন্ত চারজন রোগীর শরীরে করোনার ভারতীয় ধরন পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার ‘ডাবল মিউট্যান্ট’ ভারতীয় ধরন বিশ্বের কমপক্ষে ১৭টি দেশে ছড়িয়েছে বলে কয়েক দিন আগে জানিয়েছিল বিশ্বে স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। এবার অতি সংক্রামক ধরনটির বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি জানালো আইইডিসিআর।

ডব্লিউএইচও জানায়, করোনার বি.১.৬১৭ ধরনটি প্রথমে ভারতে শনাক্ত হয়। তবে এ ধরন ভারত ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকেও ছড়িয়েছে বলে জানিয়েছে।

ডব্লিউএইচও বলছে, ভারতে করোনার অন্যান্য যে ধরন রয়েছে তার চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। ফলে দেশটিতে প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ খুব দ্রুত ঘটছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিধ্বস্ত ভারত। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে দেশটি একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। এতে দৃশ্যত দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments