Friday, April 26, 2024
HomeScrollingজাতীয় সংগীত অবমাননা করে টিকটিক ভিডিও, আটক ৫

জাতীয় সংগীত অবমাননা করে টিকটিক ভিডিও, আটক ৫

অনলাইন ডেস্ক।।জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও বানানোর অভিযোগ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মে‌হেদী হাসান অন্তর, আলিফ আহ‌মেদ সুজন ও মো. আরিফ আলী।

পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং মঙ্গলবার জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে দেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে পরিবেশন করছে।

এরপর বগুড়া জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজাকে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়।

ওসির নির্দেশনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জা‌কির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিম সংশ্লিষ্টদের শনাক্ত করে সোমবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments