Friday, April 26, 2024
HomeScrollingকুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

হুমায়ূন চোকদার কুষ্টিয়া সংবাদদাতাঃ
কুষ্টিয়ার ভেড়ামারা থানার একটি মাদক মামলায় রেন্টু ওরফে রিন্টু (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রেন্টু কুষ্টিয়ার দোলতপুর উপজেলার কৈপাল গ্রামের বিল্লাল হোসেন শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড়ে পুলিশের এক অভিযানে কার্টনভর্তি ফেনসিডিলসহ রেন্টু আটক হয়েছিলেন। এ ঘটনায় ভেড়ামারা থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) কে এম জাফর আলী বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধির ১৯(১)র ৩(খ) ধারায় মামলা দায়ের করে জব্দকৃত ফেনসিডিল এবং আটক রেন্টুকে গ্রেফতার দেখিয়ে ওই থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দিলেন আদালত।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments