Saturday, April 27, 2024
HomeScrollingকরোনা নিয়ে গুজব, টিভি চ্যানেল মনিটরিংয়ে তথ্য মন্ত্রণালয়

করোনা নিয়ে গুজব, টিভি চ্যানেল মনিটরিংয়ে তথ্য মন্ত্রণালয়

করোনা ভাইরাসকে কেন্দ্র করে একাধিক টিভি অতিরঞ্জিত সংবাদ প্রচারের অভিযোগ ওঠেছে। এধরনের অপপ্রচার ও গুজব বন্ধে ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ মনিটরিং করা হচ্ছে। এ কাজের (তদারকি) জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

প্রত্যেক কর্মকর্তাকে দুটি করে টিভি চ্যানেল মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে গত মঙ্গলবার (২৪ মার্চ) ।

এতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনা ভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম বলেন, করোনাভাইরাস নিয়ে গুজব ও অপপ্রচার বন্ধে বেসরকারি টেলিভিশনগুলোকে মনিটরিং করার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা এ কাজ চালিয়ে যাবেন।

করোনাভাইরাস নিয়ে গুজব ও অপপ্রচার বন্ধে অনলাইন ও পত্রিকার মনিটরিংয়ের কাজ তথ্য অধিদফতরের গুজব নিয়ন্ত্রণ সেল করছে বলে জানান তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments