Friday, April 26, 2024
HomeScrolling‘ও’ গ্রুপের রক্তে করোনার সংক্রমণ কম: নতুন গবেষণা

‘ও’ গ্রুপের রক্তে করোনার সংক্রমণ কম: নতুন গবেষণা

‘ও’ গ্রুপের রক্তে করোনার সংক্রমণ কম বলে নতুন আরেকটি গবেষণা দাবি করা হয়েছে। ভারতের ‘দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) জানিয়েছে, ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

রক্তের গ্রুপ ভেদে করোনার সংক্রমণের হার হেরফের হয় কি না, সেটি নিয়ে গত বছরের মার্চ থেকে আলোচনা শুরু হয়। তখন একাধিক গবেষণায় বলা হয়, ও গ্রুপের রক্তে করোনা সংক্রমণের ঝুঁকি কম।

নতুন গবেষণায় বলা হয়েছে, এই গ্রুপের রক্ত যাদের তাদের উপসর্গও কম থাকে।

এবারের গবেষণায় আরেকটি নতুন তথ্য মিলেছে, ভেজিটেরিয়ানদের সংক্রমণের হার আমিষভোজীর থেকে কম।

শাকসবজির ফাইবার রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখে বলে এই সুবিধা পান তারা।

ভারতজুড়ে সেরো সার্ভে করেছে সিএসআইআর। ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়েছেন ১৪০ জন চিকিৎসক। তার পরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

তাতে দেখা গেছে, আক্রান্তদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষরা। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

আগের গবেষণায় যা বলা হয়েছিল: জেনেটিং টেস্টিং কোম্পানি ২৩অ্যান্ডমি’র গবেষকেরা ৭ লাখ ৫০ হাজার মানুষকে নিয়ে গবেষণা করে গত বছর জানান, ও গ্রুপ রক্তের মানুষেরা অন্যদের তুলনায় ১৮ শতাংশ কম হারে করোনা শনাক্ত হচ্ছেন।

পাশাপাশি এই গ্রুপের যেসব মানুষ করোনা রোগীর সংস্পর্শে এসেছেন, তারা অন্য গ্রুপের থেকে ২৬ শতাংশ কম হারে পজিটিভ হয়েছেন।

গবেষক দলটির মতে, যে জিন নতুন ভাইরাসটি এবং রক্তের গ্রুপের প্রকার নির্ধারণে ভূমিকা রাখে তার সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে।

ও গ্রুপের রক্তধারী যেসব চিকিৎসকেরা করোনা রোগীর সেবা করেছেন, তারা অন্য গ্রুপের ডাক্তারদের তুলনায় ১৩ থেকে ২৬ শতাংশ কম হারে আক্রান্ত হয়েছেন।

এর আগে চীনের বিজ্ঞানীরা জানান, যেসব মানুষ কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশ  ‘ও’ গ্রুপের। সেখানে ‘এ’ গ্রুপের ৪১ শতাংশ।

পৃথিবীতে ‘ও’ গ্রুপ রক্তের মানুষের সংখ্যা বেশি, ৩৪ শতাংশ। ‘এ’ গ্রুপ ৩২ শতাংশ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments