Friday, April 26, 2024
HomeScrollingসাবেক এমপি খুররম খান চৌধুরী মারা গেছেন

সাবেক এমপি খুররম খান চৌধুরী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের নান্দাইলের (ময়মনসিংহ-৯ সংসদীয় আসন) চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ এই রাজনীতিক হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

খুররম খান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ছেলে নাছের খান চৌধুরী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) জানাজার সময় নির্ধারিত হয়নি বলে পারিবারিক সূত্র জানায়।

খুররম খান চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে স্কুল-কলেজ প্রতিষ্ঠাসহ বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments