Friday, April 26, 2024
HomeScrollingশিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক |

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার ‘ট্রান্সলেট স্টোরি ইনিশিয়েটিভ বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়, ইউনেসকো জাতীয় কমিশন এবং ইউনেসকো ঢাকা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে কারিগরি সহযোগিতা দেয় এটুআই, আইসিটি বিভাগ।

অনুবাদমূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের জন্য তাদের মাতৃভাষায় মানসম্পন্ন পাঠ উপকরণ তৈরিতে ‘ট্রান্সলেট স্টোরি ইনিশিয়েটিভ বাংলাদেশ’ কাজ করছে। ইউনেসকো, নরওয়েজীয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় ৩০০ বইয়ের বেশি বাংলা অনুবাদ এবং পাঁচটি আদিবাসী ভাষায় ১০০ বইয়ের অনুবাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনুবাদ করা সব বই বিভিন্ন উন্মুক্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সরাসরি ব্যবহার করতে পারবেন। এই পুরো আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে— মহামারিতে শিশুদের গৃহ শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান কোভিড পরিস্থিতিতে এটি অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। বৈশ্বিক এই দুর্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়নি। তবে অনলাইনে তাদের শ্রেণি কার্যক্রম চলমান রয়েছে। ইউনেসকো এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছে তা শিক্ষার্থীদের মেধা বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এই কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। করোনা মহামারি শিক্ষার্থীদের ওপর যে মানসিক প্রভাব ফেলেছে। একটা দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের যখন বাড়িতেই থাকতে হচ্ছে, নিয়মিত অনলাইন ক্লাস করতে হচ্ছে তখন তাদের মানসিক চাপ নিরসনে এবং তাদের এই কঠিন সময়টা আনন্দদায়ক করে তুলতে নিজের ভাষায় অনূদিত এই বইগুলো হয়ে উঠবে এক অনন্য উপজীব্য।

অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ও ইউনেসকোর শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক  স্টেফানিয়া জিয়ান্নিনি। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন হেড অব অফিস অ্যান্ড কান্ট্রি রিপ্রেজেনটেটিভ টু বাংলাদেশ বিয়াট্রিস কালদুন। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. সোহেল ইমাম খান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments