মাদারীপুর প্রতিনিধি।।
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদারীপুর আন্তর্জাতিক নারী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নে প্রধান অতিথি ছিলেন
মাদারীপুর -২ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি শাজাহান খান এমপি

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, একসময় নারীরা এদেশে অবহেলিত ছিল কিন্তু আমাদের আওয়ামী লীগ দল সরকার গঠন করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে আজ নারীরা সম-অধিকার পেয়েছে। নারীরা আজ বিভিন্ন কর্মকান্ডে সফলতার মুখ দেখছে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি) শামিমা শরমিন,

এমপির স্থানীয় প্রতিনিধি আজিজুল হক সিবু খান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনউদ্দিন, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক(ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তারসহ বিভিন্ন জেলা সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন নারী সংগঠনের নারীরা।
mhs/ln24bd
Leave a Reply