Saturday, April 27, 2024
HomeScrollingটার্গেট ধ্বংস করতে পারে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

টার্গেট ধ্বংস করতে পারে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক।।

দূরপাল্লার একাধিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এগুলো জাপান পর্যন্ত হামলা চালাতে সক্ষম। এগুলো পরমাণু অস্ত্রবাহী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার সকালে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সপ্তাহান্তে একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। ১৫০০ কিলোমিটার পর্যন্ত নির্দিষ্ট টার্গেট ধ্বংস করতে পারে ওই ক্ষেপণাস্ত্র।

সফল পরীক্ষার পরে মিসাইলগুলো সমুদ্রে গিয়ে পড়েছে বলে জানানো হয়।

এর মাধ্যমে জানা গেল খাদ্য সংকট ও অর্থনৈতিক জটিলতার মাঝেও দেশটি সামরিক শক্তি বৃদ্ধিতে সক্ষম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত কয়েক মাস ধরেই দেশের সামরিক শক্তি আরও শক্তিশালীর বিষয়ে জোর দিচ্ছেন কিম জং উন। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, বিজ্ঞানীরা একাধিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। যা উত্তর কোরিয়ার সামরিক শক্তি অনেকটা বৃদ্ধি করেছে।

এরপরই গত মার্চ মাসে একটি কম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। যার জেরে যুক্তরাষ্ট্র আরও কিছু নতুন নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির ওপর। এবার একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা হলো।

এ দিকে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন এলাকায় তারা এই পরীক্ষা করেছে, তা এখনো স্পষ্ট নয়। মিসাইলের শক্তি কতটা, তার সঙ্গে পরমাণু শক্তির যোগ আছে কি না, সবকিছুই তাদের অনুসন্ধানের তালিকায় রয়েছে।

এখনো পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ এ বিষয়ে কোনো কিছু সংবাদমাধ্যমকে বলতে চায়নি। তারা শুধু জানিয়েছে, মার্কিন গোয়েন্দাদের সঙ্গে একযোগে কাজ করছে তারা।

উত্তর কোরিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে আমেরিকা। এই পরীক্ষার পরে আরও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments