

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর-২ আসনের(রাজৈর উপজেলা ও মাদারীপুর সদরের একাংশ) মনোনয়ন প্রত্যাশী মাসুদ পারভেজের উঠান বৈঠক । আজ বিকালে কুনিয়া ইউনিয়ন বি এন পি’র আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, কুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদশা মিয়া, কুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলু হাওলাদার, মাদারীপুর জেলা ছাত্রদলের মো. ইকবাল হোসাইনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) বক্তব্যে বলেন, “মদিনার ইসলামই আমাদের আমাদের ইসলাম—এর বাইরে আর কোনো ইসলামের প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি যারা চান, তাদের জনগণের ওপর আস্থা নেই।”
#LN24BD