

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩য় তম এককালিন বৃত্তি প্রদান ও মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহনকারিদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (২৭ সেটেম্বর ২০২৫) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
প্রকৌশলি এ.কে.এম কামরুজ্জামানের সভাপতিত্বে ও স্বরুপ কুমার সাহা ও শুভেন্দ্র চক্রবর্তী শুভ’র যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উল্লাহ জসিম ও যুগ্ম সচিব, কবি ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
শিক্ষার্থী আহনাফ ও আনিসা সুইটির শুভেচ্ছা বক্তব্য শেষে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন করে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ডিকশনারী ও ক্রেস্ট তুলে দেয়া হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বাবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কাইয়ুম সরকার, বিএসটিএন এর সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক, জিপিএস পাঠাগারের সভাপতি আসাদুজ্জামান কল্লোল, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ হোসেন শান্তি, প্রভাষক ইমরান আহমেদ সরকার, পৌর হিসাব রক্ষক মোহাম্মদ জামালসহ অন্যান্যরা।
বিএসটিএন ও জিপিএস পাঠাগারের স্বপ্নদ্রষ্টা যুগ্ম সচিব, কবি ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মনা বলেন, আমরা চেষ্টা করছি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসটিএন এর বৃত্তি প্রদান করার লক্ষে। প্রতি বছরের ন্যায় এই বছরও বিএসটিএন ৩য় বৃত্তি প্রদান অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা চাই শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠুক। তাদের মেধা আরো বিকশিত হয়ে উঠুক।