

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নে ১৬নং জাংগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জাতীয় পতাকা উড়লেও দেখা মেলেনি শিক্ষক- শিক্ষার্থীদের। নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা থাকলেও দুপুর ২টা ৩০মিনিটের আগেই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা ঝুলতে দেখা যায়।
সোমবার (২২’সেপ্টেম্বর) ২টা ৪৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, ১৬নং জাংগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তালাবদ্ধ, তবে বাইরে জাতীয় পতাকা টানানো রয়েছে। অফিস কক্ষে একজন সহকারী শিক্ষক সৌমিত্র চন্দ্র বালা ও একজন কর্মচারী ব্যাধীত অন্যান্য শিক্ষক, কোনো শিক্ষার্থীদের দেখা মেলেনি। বিষয়টি ঘিরে স্থানীয় অবিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমিত্র চন্দ্র বালার কাছে শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষকদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আবহাওয়া খারাপ হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিলো। প্রধান শিক্ষক বেলা ১১ টার সময় বিদ্যালয়ে এসেছিলেন। কিছু শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি কম দেখে বিদ্যালয়ে স্বাক্ষর দিয়ে বাসায় চলে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত রঞ্জন ঘোষাল স্যারকে রেখে টিফিন পিরিয়ডে টিফিনের জন্য চলে যাই। টিফিন শেষ করে এসে দেখি বিদ্যালয়ে শ্রেণীকক্ষ তালাবদ্ধ এবং প্রধান শিক্ষক-সহকারি শিক্ষক, শিক্ষার্থী কেউই নেই।
স্থানীয়রা জানান, প্রায়ই দেখাযায় বিদ্যালয়টি নির্ধারিত সময়ের চেয়ে আগেই ছুটি হয়ে যায়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক অসিত রঞ্জন ঘোষাল কোনো দিনও সঠিক সময়ে স্কুলে উপস্থিত হয়নি। বিদ্যালয়ের দায়িত্বহীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। এসময় বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন তার।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত রঞ্জন ঘোষালকে মুঠোফোনে ফোন দিলে তিনি জানায়, আমরা স্কুলে উপস্থিত ছিলাম। আমার শারীরিক অসুস্থতার জন্য বাসায় চলে আসি এবং শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় ছুটি দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার বলেন, বিদ্যালয়ের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত পাঠদান চলার কথা।অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।