

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)।।
ফরিদপুরের সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় সালথা স্কুল রোড চৌধুরী বাড়ির সামনে এনজিও টির ভাড়াকৃত ভবনে অফিস উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে টিএমএসএস বরিশাল ডোমেইন এর সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন টিএমএসএস এটি একটি নারী ভিত্তিক বাংলাদেশী প্রতিষ্ঠান যা বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কর্মরত। টিএমএসএস বাংলাদেশের গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে সাবলম্বি করার জন্য টিএমএসএস কাজ করছে। তারই ধারাবাহিকতায় সালথায় আজ অফিস উদ্বোধনের সময়ই আমরা ২৯ লক্ষ টাকা ঋণ প্রদান করছি।
সালথা বাজার কমিটির সেক্রেটারী মোঃ বাচ্চু মিয়া বলেন সালথায় আগে থেকে কয়েকটি এনজিও আছে এবং নতুন করে টিএমএসএস আসলো তাতে এলাকার মানুষের জন্য আরো উপকার হলো। কারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে গত কাগজরপত্র লাগে যেমন জমির দলিল যা দরিদ্র পরিবারের লোকজন দিতে পারে না। টিএমএসএস এই জঠিল কাগজপত্র ছাড়াই যদি ঋণ প্রদান করে তাহলে মানুষের উপকার হবে। দরিদ্র পরিবার গুলি ঋণ নিয়ে শাবলম্বি হবে।
এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস বরিশাল ডোমেইন এর সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, টিএমএসএস ফরিদপুর জোনাল ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক, টিএমএসএস ফরিদপুর রিজিয়ন প্রধান মোঃ আহসান হাবিব, সালথা শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম শাওন, সালথা থানার সাব ইন্সপেক্টর মোঃ রনি খালাসী, সালথা বাজার কমিটির সেক্রেটারী মোঃ সরোয়ার হোসেন বাচ্চু, সোনালী ব্যাংক সালথা বাজার শাখার ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম মারুফ, এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।