গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় কাশিয়ানী প্যারামেডিকেল কলেজের বিপরীত পাশে দস্তরখানা এন্ড রেস্টুরেন্টে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম)।
কাশিয়ানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম,
আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ শিকদার,
জাতীয়তাবাদী শ্রমিক দলের গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ মতিউর রহমান রনি, দেশের কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ ফয়জুল্লাহ ফয়সাল, দেশের কন্ঠের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মানিক শিকদার, দেশের কন্ঠের লোহাগড়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ্ আল কাফি, কাশিয়ানী রিপোটার্স ফোরামের সভাপতি মোঃ বাইতুল হাসান চৌধুরী, কাশিয়ানী রিপোটার্স ফোরামের সহ-সভাপতি মোঃ রায়হান মুন্সি জসিম, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শেখ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে.এম আহসান হাবিব দুলাল, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ হোসেন মুছাসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার, সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দৈনিক দেশের কন্ঠের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) সংবাদ উপস্থাপন প্রসঙ্গে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি এবং আমরা জনগণের চাহিদা মেটাতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
আরও বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।