Monday, July 14, 2025
HomeScrollingকুড়িগ্রামে  ড্রামট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামে  ড্রামট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃমশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার দুপুর ১২ ঘটিকায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর  মহাসড়ক ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার ( ১৩ জুলাই ) সকালে উপজেলার চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী একটি রিজার্ভ অটো নিয়ে স্ত্রীর সন্তান নিয়ে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে আসেন। স্থলবন্দর ঘুরে দুপুর ১২ টায় ফেরার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি বেপরোয়া গতির ড্রামট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় ওই অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে আবু বক্কর সিদ্দিক এর  কন্যা  অনার্স পড়ুয়া  ছাত্রী   আনিকা (১৮) ঘটনাস্থলেই মারা যায় । রক্তাক্ত অবস্থায় অটো চালকসহ বাকি তিনজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়া (৩০) মারা যান। মৃত অটো চালকের বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে। আহতরা হলো রতনপুরের আবুবকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মেয়ে ফাতেমা (৯)। এদেরকে উন্নত চিকিৎসার জন‍্য ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধী।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments