Friday, August 1, 2025
HomeScrollingজামালপুরে রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

জামালপুরে রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নতুন এডহক কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত এডহক কমিটি আনুষ্ঠানিকভাবে রবিবার বিকালে দায়িত্ব গ্রহণ করেছে।

জামালপুরের জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান (পদাধিকারবলে) হাছিনা বেগমের সাথে নবগঠিত এডহক কমিটি আলোচনা সভা করে।

পরে রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিট কার্যালয়ে এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, সেক্রেটারী খায়রুল ইসলাম লিয়ন, কমিটির সদস্য অ্যাডভোকেট মুফতি মোহাম্মদ মনজুর আলম, শামীমা খান, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম বুলবুল, মীর ইসহাক হোসেন ইখলাস উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

এছাড়াও এই এডহক কমিটির সদস্যরা হলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, জিয়াউল হক জিয়া ও অ্যাডভোকেট সাঈদ বিন আনোয়ার সজিব।

এ সময় সুধিজন ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা নবগঠিত এডহক কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments