মাদারীপুর প্রতিনিধি।।
২৪’র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে দোয়া ও ইফিতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৪’র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের দোয়া ও ইফিতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন Warriors of july কেন্দ্রীয় কমিটির সদস্য ও Warriors of july Madaripur কমিটির, আহ্বায়ক মো: জাকির সিকদার, বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন মাদারীপুর জেলা এবং Warriors of july Madaripur কমিটির, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক আশিক তামিম, বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের আহত যোদ্ধা ও Warriors of july Madaripur কমিটির, প্রথম সদস্য সানজিদা আহমেদ তন্বী, বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার মুখপাএ, তুষার সাব্যসাচী, Warriors of July madaripur কমিটির মুখ্য সংগঠক নেয়ামুল হক,
Warriors of July madaripur কমিটির মুখ্য সংগঠক মুখপাত্র দিয়া ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা মুখ্য সংগঠক ও স্বাস্থ্য উপ-কমিটির সদস্য আঃ রহিম, Warriors of July madaripur কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক।
গালিব খান, Warriors of July madaripur কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এ সায়েম, Warriors of July madaripur কমিটির সিনিয়র যুগ্ন সচিব কিরন আক্তার প্রমুখ।
LN24BD /MHS