Friday, April 18, 2025
HomeScrollingগাইবান্ধায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উদ্যোক্তাদের মানববন্ধন

গাইবান্ধায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উদ্যোক্তাদের মানববন্ধন

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ই মার্চ বুধবার বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধার উদ্যোক্তাবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি মো. আমজাদ হোসেন,নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা,পরিচালক তাসলিমা আজম,হামিমা তন্নী,রনী চাকি,
নাসিব সচিব সিফতান আহমেদ, সাংবাদিক বিপ্লব,নারী ফুটবলার মেহেজাবিন,আলেফা,উদ্যোক্তা
সংগঠক মনিরা পারভীন,গিনি, নুর-ই-শাহরী,শফিকুলসহ উদ্যোক্তা, ব্যবসায়ী,স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ মানববন্ধন চলাকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান বলেন,ধর্ষণের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনতে হবে।

এ সময় উক্ত মানববন্ধনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন,ধর্ষকের মৃত্যুদণ্ডসহ ১২ দফা দাবি জানান।।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments