Friday, April 18, 2025
HomeScrollingগোপালগঞ্জে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

গোপালগঞ্জে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

শেখ মোঃ ইমরান ,গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পোনা-মাজড়া এলাকা থেকে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ । আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটের সময় কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্য মোঃ হাসান (২০) ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে এবং অপরজন মোঃ শিমুল (২৭) গাড়ির হেলপার ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে ।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগন্যাল দেয়। তাদের সিগন্যাল না মানায় পিকআপটিকে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। ওই কর্মকর্তা আরো জানান, এসময় ৫ জন ডাকাত সদস্য পালিয়ে গেলেও ২জনকে পুলিশ ধরে ফেলে। গ্রেফতার ডাকাত সদস্যদের কাছ থেকে ৭টি ককটেল, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে । গ্রেফতার ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments