Saturday, November 9, 2024
HomeScrollingআওয়ামী সরকারের লগি বৈঠার তান্ডবে নিহতের স্মরণে কুড়িগ্রামে গণজমায়েত

আওয়ামী সরকারের লগি বৈঠার তান্ডবে নিহতের স্মরণে কুড়িগ্রামে গণজমায়েত

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডবে কুড়িগ্রামসহ সারাদেশে হত্যাকান্ডের শিকার নেতাকর্মীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে বাংলাদেশ জামায়েত ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমির অধ্যাপক আজিজুল রহমান স্বপন, সাবেক জেলা আমির দেওয়ান আমিনুল ইসলাম, জেলা আমির আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, মজলিশ শুরা সদস্য জহুরুল ইসলাম, জেলা জামায়েতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি মুকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন, শহর শাখার আমির আব্দুস সবুর খান,  কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আমির ফয়েজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমির অধ্যাপক আজিজুল রহমান স্বপন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৫ বছরের দুঃশাসনসহ সকল হত্যাকান্ড ও গুম খুনের বিচারের দাবি জানান তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments