Free Porn
xbporn

buy twitter followers
uk escorts escort
liverpool escort
buy instagram followers
Saturday, July 27, 2024
HomeScrollingকুড়িগ্রামে ব্রহ্মপুত্রের চরের শিশুদের শিক্ষা উপকরণ দিলো "বাফলা'

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের চরের শিশুদের শিক্ষা উপকরণ দিলো “বাফলা’

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

৩ মার্চকুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের শিশুদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে আমেরিকা প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএ্যাঞ্জেলস’ বাফলা।
রোববার ৩ মার্চ দুপুরে ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে প্রতিষ্ঠিত ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম আহ্বায়ক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, বাফলা প্রতিনিধি শফিকুল হক পারু প্রমুখ।
চর ভগবতী পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ নাজমিন আরা নাজু বলেন,আমাদের কাঁধে কখনও স্কুল ব্যাগ উঠে নাই। বই খাতা হাতে করে স্কুলে যেতাম।এতে হাত ঘেমে বই খাতা পৃষ্ঠা নষ্ট হতে।নৌকা পারাপারের সময় বইপত্র পানিতে পড়ে ভিজতো।এখন স্কুলে ব্যাগ পেয়ে আর আমাদের দুঃশ্চিন্তা নেই।বাফলা’র উপহার খাতা,কলম,ব্যাগ পেয়ে আমরা অনেক খুশি।
বাফলার সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রাজু জানান, বাংলাদেশের বিভিন্ন দুর্যোগসহ পিছিয়ে পড়া জনগোষ্টির মানউন্নয়নে বাফলা সবসময় কাজ করে যাচ্ছে। আশা করছি নদী বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশুদের শিক্ষার মানউন্নয়নেও সরকারের নেয়া উদ্যোগের পাশাপাশি নানা কর্মসূচি গ্রহণ করবে বাফলা।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম বলেন,বাফলার এমন উদ্যোগ সতি প্রশসংসনীয়।চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেয়ার জন্য ধন্যবাদ।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments