Thursday, May 9, 2024
HomeScrollingলেখক সংসদ রংপুরের ৮২০তম সাপ্তাহিক সাহিত্য আসর

লেখক সংসদ রংপুরের ৮২০তম সাপ্তাহিক সাহিত্য আসর

আমিরুল ইসলাম কবিরঃ

শনিবার ২৩ ডিসেম্বর ২৩ ইং লেখক সংসদ রংপুর এর ৮২০তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সিনিয়র সভাপতি মো. নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ’র কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

,সংগঠনের অর্থ-সম্পাদক মো. অহিদুল ইসলামের সঞ্চালনায় কবিতা পাঠ করেন,লেখক কবি সংগঠনের সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত) অধ্যাপক মো. শহিদুল ইসলাম,সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ,সংগঠনের উপদেষ্টা শিকড় সন্ধানী লেখক রেজাউল করিম মুকুল,সংগঠনের সাহিত্য সম্পাদক লেখক কবি সাংবাদিক মো. চঞ্চল মাহমুদ, লেখক কবি গীতিকার সুফি জাহিদ হোসেন,সাংগঠনিক সম্পাদক কবি ও সংগঠক অধ্যাপক আহসান হাবিব রবু,কবি লেখক ও সংগঠনের অর্থ সম্পাদক মো. অহিদুল ইসলাম,লেখক কবি বাশার ইবসে জহুর,এস এম আনিছুর রহমান । প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সদস্য বহুমাত্রিক লেখক সংগঠক মোহাম্মদ আজহারুল ইসলাম আল আজাদ ।

বক্তব্য প্রদান করেন,সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ,ডাসের নির্বাহী পরিচালক মো. চাঁদ মিয়া,আব্দুস ছালাম প্রমুখ ।সাপ্তাহিক সাহিত্য আসরটি ১১ বেলা টায় শুরু হয়ে দুপুর অব্দি চলমান ছিল। লেখক সংসদ রংপুরের মুখপাত্র “ঐতিহ্য”প্রকাশ করা হবে। উক্ত “ঐতিহ্য” পএে সম্মানিত লেখক, কবি,সাহিত্যপ্রেমী অনুরাগীদের স্বরচিত কবিতা,অনুকবিতা, অনুপ্রবদ্ধ,অনুকাব্য,অনুরম্য রচনা,অতি দ্রুত এই ইমেইল
( iahidulislam9218@gmail.com ) অথবা লেখক সংসদ রংপুরের মেসেঞ্জার পেজে লেখা পাঠানোর জন্য আহ্বান করা হয়।

উল্লেখ্য যে প্রতি শনিবার একই সময়ে একই স্থানে লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে আসছে।।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments