Monday, May 20, 2024
HomeScrollingগাইবান্ধার পলাশবাড়ী‌র হো‌সেনপুর ইউ‌নিয়‌নে ৪ মাসের ভি‌জি‌ডির চাল বিতরন

গাইবান্ধার পলাশবাড়ী‌র হো‌সেনপুর ইউ‌নিয়‌নে ৪ মাসের ভি‌জি‌ডির চাল বিতরন

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী‌তে অব‌শে‌ষে ৬ মাস পর হো‌সেনপুর ইউ‌নিয়‌নে সু‌বিধা‌ভো‌গি‌দের মা‌ঝে ৪ মাসের ভি‌জি‌ডির চাল বিতরন করা হ‌লো। গাইবান্ধার পলাশবাড়ী উপ‌জেলার ২নং হো‌সেনপুর ইউ‌নিয়‌নে তা‌লিকা প্রনয়‌ণে জ‌টিলকার কার‌ণে সামাজিক নিরাপত্তা বেস্টনীর খাদ্য সহায়তার কর্মসূচি (ভি‌জি‌ডির) চাল স‌ঠিক সম‌য়ে বিতরণ না করায়
এ সংক্রান্ত খবর বি‌ভিন্ন ই‌লেক‌ট্রিক,প্রিন্ট‌ মিডিয়াসহ সোশ‌্যাল‌ মি‌ডিয়ায় সংবাদ প্রকা‌শের পর ২১ জুন সোমবার সকা‌লে স্থানীয় সংসদ সদ‌স্যের নি‌র্দে‌শে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের নেতৃ‌ত্বে উপ‌জেলা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের সহযো‌গিতায় হাঁসবাড়ী স্কুল মা‌ঠে দুঃস্থ মহিলা নির্ভর পরিবারের মা‌ঝে ভি‌জি‌ডির চাল বিতর‌ণ কার্যক্রম শুরু করা হ‌লো।
চাল বিতরন অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন পলাশবাড়ী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র কামরুজ্জামান নয়ন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফের‌দৌস,২নং হোসেনপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌ফিকুল আ‌মিন মন্ডল টিটুসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ। ছয় মা‌সেও চাল বিতরন না হওয়া এবং তার বিরু‌দ্ধে মানববন্ধনের বিষ‌য়ে হো‌সেনপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌ফিকুল আ‌মিন মন্ডল টিটু ব‌লেন,
ক‌রোনা কালীন অ‌ফি‌সিয়াল কার্যক্রম বন্ধ থাকায় তা‌লিকা প্রণয়‌নে বি‌ভিন্ন জটিলতা দেখা দেয়ায় স‌ঠিক সম‌য়ে চাল বিতরন করা সম্ভব হয়‌নি। আজ এক‌যো‌গে চার মা‌সের চাল বিতরন করা হ‌চ্ছে ২/৩ দি‌নের ম‌ধ্যে আরও ২ মা‌সের চাল বিতরণ করা হ‌বে। তি‌নি আ‌রো ব‌লেন এক‌শ্রেনীর স্বার্থ‌ন্বেষী লোকজন আমার সুনাম নষ্ট করার জন‌্য বি‌ভিন্ন ভা‌বে মিথ‌্যাচার কর‌ছে‌। আমি এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments