Sunday, July 13, 2025
HomeScrollingবাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ‘অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণ’ থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের ট্রাভেল স্টেট বিভাগ

সোমবার আপডেট করা এই বিবৃতিতে বাংলাদেশের পাশাপাশি আরও দুটি মুসলিম দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আফগানিস্তানে না যেতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনার কারণে দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) লেভেল-৩ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে।

‘বাংলাদেশ ইতিমধ্যে ঘরে থাকার আদেশ (স্টে হোম অর্ডার) তুলে নিয়েছে। কিছু পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়েছে,’ উল্লেখ করে যুক্তরাষ্ট্র বরাবরের মতো বলছে, ‘বাংলাদেশে বিদেশিদের ওপর অপরাধের প্রভাব সাধারণত কম। তবু ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমার থেকে সচেতন থাকতে হবে।’

বাংলাদেশ বিষয়ে সতর্কতা জারি করলে প্রায়ই এই কথাগুলো নাগরিকদের স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্র।

সেই ধারাবাহিকতায় তারা এবারও বলছে, ‘কোনো ধরনের ইঙ্গিত ছাড়াই পাবলিক এরিয়া এবং ভ্রমণস্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি কর্মকর্তাদের চলাচল এবং ভ্রমণ বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।’

‘ভ্রমণ বিধিনিষেধের কারণে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের খুব কম।’

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments