মো. মাসুদুুর রহমান মাসুদ বহুল আলোচিত প্রচারিত মাইটিভিতে কাজ করার সুযোগ পেয়েছে সে এখন আগের থেকে ব্যাস্ত বেশী হয়ে যাবে। সে এখন থেকে মাইটিভিতে মাদারীপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করবেন। আমাদের মাসুদ ভাই মাইটিভিতে নিয়োগ পাওয়ায় আমাদের লাইভনিউজ২৪বিডি ও মৈত্রী মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই টিভিতে নিয়োগ পাওয়ার আগে সে টিভি ও জাতীয় পত্রিকা কাজ করেছে ও এখন পত্রিকায় করছে। এছাড়াও সেই লাইভনিউজ২৪বিডি নির্বাহী সম্পাদক এবং মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের কোষাধ্যক্ষ। মাসুদ ভাইয়ের আগামী পথ চলা হোক আরো চঞ্চলময়- এবং মাইটিভির পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি ভাল একটি মানুষকে বেছে নেয়ার জন্য।
বিঃদ্রঃ মাইটিভির ব্যাচ পরিয়ে দিচ্ছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থপনা পরিচালক নাসির উদ্দিন (সাথী)