

আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ)
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলার দু’টি পূজা মন্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বুধবার (২৪সেপ্টেম্বর) বিকেলে সোনারং দাসপাড়া সার্বজনীন শিব মন্দির ও আব্দুল্লাহপুর পাইকপাড়া কামিনী পালের বাড়ি দূর্গা মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পূজা মন্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি কেশব ঘোষ, সাধারন সম্পাদক পরিতোষ ঘোষ বাবু, পূজা মন্দির কমিটির সভাপতি শান্তি দাস,সাধারন সম্পাদক সুবল দাস,সোনারং দাস পাড়া সার্বজনীন শিব মন্দির এবং পূজা মন্দির কমিটির সভাপতি কমল রঞ্জন পাল, সাধারন সম্পাদক প্রবীর কুমার প্রমুখ।