তারুণ্য পরিবারের আয়োজনে প্রবাসী আসিফ শাহারিয়ার রাজিব ও প্রবাসী সাংবাদিক মনির হোসাইনকে সংবর্ধণা। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রবাসী ভিআইপি ক্লাব এর কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ শাহারিয়ার রাজিব ও ইউকে শাখার সহ-সাধারণ সম্পাদক মনির হোসাইনকে সংবার্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য পরিবার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অখিল সরকার, সাংবাদিক এস এম আরাফাত, সোহেল খান, ডাক্তার মেহেদী হাসান সোহেল, এইচ এম রেজাউল হক, সাংবাদিক রিপন চন্দ্র মল্লিক, ও আবৃত্তি শিল্পী কুমার লাভলু সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারুণ্য পরিবারের উপদেষ্টা এডভোকেট মশিউর রহমান পারভেজ। অনুষ্ঠানটি সার্বিক ব্যপস্থানায় ছিলেন তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান।
LN24BD / mhs