
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর।
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই পতিপাদ্য বিষয় নিয়ে ওপেন হাউস ডে পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে মাদারীপুর সদর মডেল থানার সামনে এই দিবস পালিত হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়ার সঞ্চলনায়, মাদারীপুর সদর মডেল থানার আয়োজনে ও মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার এহসান রহমান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত ওপেন হাউস ডেতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ রেবতী মোহন সরকার, মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ
রিনা রানী বৈদ্য, মাদারীপুর জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি ও মাদারীপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির। মাদারীপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজল কৃঞ্চ দে, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মো. খলিলুর রহমান, সাবেক মেয়র নুরল আলম বাবু চৌধুরী, সাবেক মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার, মাদারীপুর সদর উপজেলার আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমূখ।
