
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
সারা দেশের ন্যায় শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্ম দিবস উদযাপন
উপলক্ষে পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভা, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ। পরে প্রশিক্ষনার্থী নারীদের মাঝে প্রধান অতিথি সেলাই মেশিন বিতরণ করেন।
