
শেখ মোঃ ইমরান:
শিক্ষক ও শিক্ষা কর্মকতারা শারিরীক ভাবে লাঞ্চিত। প্রতিবাদে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে দুইশতাধিক শিক্ষক-শিক্ষিকা ও সহকারি শিক্ষা কর্মকর্তারা-কর্মচারিরা। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরে।
প্রতিবাদে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে দুইশতাধিক শিক্ষক-শিক্ষিকা ও সহকারি শিক্ষা কর্মকর্তারা-কর্মচারিরা। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরে।
জানাগেছে, করতোয়া পত্রিকার কাশিয়ানী প্রতিনিধি মোঃ লিটন শিকদার গতকাল ১৩ জানুয়ারী বেলা ২টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যলয়ে যান এবং উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার সরকার এবং সহকারি শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ, সহকারি শিক্ষা কর্মকর্তা নবীন কুমার রায় এবং প্রধান শিক্ষক মোঃ আসিব আহমেদসহ উপস্থিত সকলের উপরে চড়াও হয় এবং শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনার প্রতিবাদে এবং ওই সাংবাদিক মোঃ লিটন শিকদারকে গ্রেফতারের দাবীতে উপজেলা চত্তরে উপজেলা শিক্ষা পরিবারের দুইশতাধিক শিক্ষক-শিক্ষিকা ও সহকারি শিক্ষা কর্মকর্তারা এবং কর্মচারিরা মানববন্ধন করেছে।
এ সময়ে বক্তারা বলেন, ওই সাংবাদিক প্রায় প্রতিদিনই বিভিন্ন স্কুল গিয়ে এবং অফিস পাড়ায় নিয়মিত চাঁদা দাবী করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই চাঁদাবাজ সাংবাদিককে গ্রেফতার না করলে উপজেলার সকল বিদ্যালয় বন্ধ করা দেওয়ার হুশিয়ারি দেন।
