
মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার বিরুদ্ধে ভাতিজার রোপণকৃত প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাচার বিরুদ্ধে ভাতিজা টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতকা ইউনিয়নের চর ছটফটিয়া গ্রামে।
শনিবার সকালে সরজমিনে গিয়ে জানাগেছে, ছটফটিয়া গ্রামের নাছির খান এর ছেলে ফারুক খান দীর্ঘদিন ধরে বড় ছটফটিয়া মৌজার খতিয়ান নং ৭০ দাগ নং ৬০ নাল জমির ০.৩৩ একর ভিপি/কেস নং ৯০/৭৭ সরকার হতে লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন। এই বছরেও তিনি ওই জমিতে লাউ চাষ করেছিলেন।
ভুক্তভোগী ফারুখ খান বলেন, শুক্রবার রাতেও আমার চাষাবাদ করা লাউ গাছ গুলো ভালো দেখে যাই৷ শনিবার সকালে এসে দেখি আমার প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলে রেখেছে। তিনি আরও বলেন, আমার প্রতিবেশি আমির খান এর ছেলে মজিবুর খান দীর্ঘদিন ধরে আমাদের লিজকৃত জমিটি দখলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে মজিবর খানই লোকজন নিয়ে আমার রোপনকৃত লাউ গাছ কেটে ফেলেছে। এতে কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় মোফাজ্জল খান বলেন,আমরা দীর্ঘদিন ধরেই দেখতেছি নাছির খানের ছেলে ফারুখ খান এই জমিতে চাষাবাদ করে আসছেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মজিবুর খান কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল হক ডাবলু জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
