
সুনামগঞ্জ সংবাদদাতাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।
রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আঃ তাহির মুহাম্মদ আব্দুস সালাম,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী করিম উদ্দিন আহমেদ,
খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির,
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর প্রার্থী মোঃ আজিজুর হক
এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানানো হয়, প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে ছাতক–দোয়ারাবাজার এলাকায় নির্বাচনী আমেজ আরও তীব্র হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন প্রচার-প্রচারণায়। আগামী নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা।
