
তেরখাদা সংবাদদাতাঃ
আজ ২ জানুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার বারাসাত ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এবং বারাসাত গ্রামবাসীর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বারাসাত মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট বিএনপি নেতা ও ইউপি মেম্বার মোঃ পলাশ শেখ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ছৌদি প্রবাসী মোঃ আলমগীর হেসেন, বিএনপি নেতা যথাক্রমে মোঃ রিপন মোল্যা, মোঃ নুরু মোল্যা, মোল্যা জনি, মোঃ নজু মোল্যা, মোঃ মোশারেফ মীর, মোঃ আরিফ মোল্যা, মোঃ মোক্তার শেখ, মোঃ মোক্তার ফকির, মোঃ জুয়েল মোল্যা, কিবরিয়া সরদার, মোঃ জুয়েল সরদার, মোঃ সোহাগ সরদার, তিব্বত মেম্বার, নাসির মোল্যা ও নুরু ফকির। আলেচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বারাসাত মাদ্রাসার মোহতামেম মাওলানা আবুল কালাম আজাদ।
