
রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি।।
মাদারীপুর জেলা বিএনপি ইতালির আয়োজনে
মাদারীপুরের সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা করেছে ইতালিতে বসবাসরত মাদারীপুরের প্রবাসীরা।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও মহিলা দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর সদর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খান।
ইতালির মিলানে রাঁধুনি রেস্টুরেন্টে, ইতালি বিএনপি নেতা মাহবুবুর রহমান সেলিম মুন্সীর সভাপতিত্বে এবং শাহাদাত হোসেন সান ও সরদার মামুনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ইতালির মিলান বিএনপি নেতা হাজী ওসমান গনি, সজীব কাজী,সোহেল কবিরাজ,সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলম, ইতালি যুবদল নেতা মনিরুজ্জামান মিঠু, আসাদ খান,মিয়া রাজু ,বিল্লাল হাওলাদার,পান্নু সরদার ,নাঈম মুন্সী, রোমান হাওলাদার, আসাদ খান ছোটো ও সবুজ মুন্সী সহ আরো অনেকে।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সদর আসনে হেলেন জেরিন খান কে মনোনয়ন প্রদানের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন সংশ্লিষ্ট নেত্রী বৃন্দের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি প্রবাস থেকে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার বিনিত অনুরোধ জানান।
