
শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন সেলিমুজ্জামান সেলিম।
কাশিয়ানী- মুকসুদপুর উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংবাদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামিলীগের মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খাঁন।
রবিবার(৩’নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭’টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘন্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়
