
রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া)।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী পূর্বপাড়া তিনমাথা মোড়ের রাস্তার ধারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে গত সোমবার বিকালে উথলী পূর্বপাড়ায় গেলে পথচারীরা জানায়, পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় আশেপাশের ময়লাযুক্ত পানি ঢুকে পড়ছে রাস্তায়। এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। যার ফলে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
কথা হয় ঐ এলাকার বাসিন্দা আবুবকর সিদ্দিক, রবিউল, জিয়ারুল, সকিনা বিবিসহ অনেকের সাথে। তারা বলেন, ‘পূর্বে যে ড্রেন নির্মাণ করা হয়েছিলো তা পরিকল্পিতভাবে তৈরী করা হয়নি। রাস্তার মধ্যেখানে ২০০-২৫০ মিটার বাদ রেখে রাস্তার সামনের ড্রেনের সাথে ড্রেন নির্মান না করে প্রভাব খাটিয়ে রাস্তার পেছনের অংশে দুবছর আগে শাহজাহানের বাড়ির সামনে থেকে রবিউলের বাড়ির পর্যন্ত ১০০মিটার ড্রেন অপরিকল্পিত ভাবে নির্মান করার কারনে রাস্তায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই ড্রেনের পানি পাশ্ববর্তী নজরুলের জমিতে পড়তো। সম্প্রতি সে তার জমিতে পানি যেতে না দিলে এ সমস্যা নতুন আকার ধারণ করেছে। বর্তমানে রাস্তার মাঝখানে ২০০-২৫০ মিটার ড্রেন নির্মান করা হলে এ সমস্যার সমাধান হবে’।
এবিষয়ে শিবগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, ‘আমি নিজে ঐ জায়গায় গিয়ে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি। দুমাস আগেও এ রাস্তায় জলাবদ্ধতা ছিলোনা। এলাকাবাসী সার্বিক সহযোগিতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বরাদ্দ পাওয়া সাপেক্ষে জলাবদ্ধতা নিরসন করা হবে’।
