
তেরখাদা সংবাদদাতা।।
তেরখাদা উপজেলার অবহেলিত ও উপেক্ষিত জনপদ নামে খ্যাত আবনালী এলাকায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও গ্রামীণ জনগণের উপস্থিতিতে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পারভেজ মল্লিক বলেন, বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন ও উৎপাদনে ভরে যাবে দেশ। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় মাঠে আছে। কৃষক, শ্রমিক, দিনমজুর-এই দেশের মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন,
আমরা আর পিছিয়ে রাখতে চাই না।
এই অবহেলিত আবনালী অঞ্চলকে আমরা আর পিছিয়ে রাখতে চাই না। এখানে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল-জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ বদলে যাবে।
বিএনপি সব সময় জনগণের অধিকার, ভোটের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে আসছে। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। পারভেজ মল্লিক আজ সন্ধ্যায় উপজেলার আবনালী এলকায় বিএনপি আয়োজিত
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উঠান বৈঠকে
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠক চলাকালে
পরিবেশ ছিল উৎসবমুখর, উপস্থিত জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আবনালী এলাকা।
মোঃ দাউদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ দেলোয়ার হোসেন দিলু ও কে এম মোস্তাক আহমেদ। বিএনপি নেতা রবিউল ইসলাম লাখুর সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন৷ বিএনপি নেতা লালিম শেখ, মোঃ গোলজার আলম, আবনালী এলাকার মোরাদ বিশ্বাস, মোঃ সবুজ, মোঃ রবিউল বিশ্বাস, মোঃ সামাদ, মোঃ ফারুক ও মোঃ বিল্লাল হোসেন।
