
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে “ভূমি কথা” নামক পুস্তিকার উপর ৩ দিনের প্রশিক্ষণ,কুইজ প্রতিযোগিতা ও সেমিনার শুরু হয়েছে।
উপজেলার ২২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিবেন।
টঙ্গীবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে বুধবার (২৯অক্টোবর) এই কর্মশালা শুরু হয়। বুধবার,বৃহস্পতিবার ও রবিবার (৩ অক্টোবর) পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। রবিবার (৩অক্টোবর) সকালে বালিগাও উচ্চ বিদ্যালয়ে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
