
রনি আহম্মেদ নিপুল,কালকিনি।।
মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতাসহ পাঁচজন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদারসহ ৫জন। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা যায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের বেশ কয়েকটি ব্যানার উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারসহ কয়েকটিস্থানে স্থাপন করেন তার পক্ষের দলীয় নেতা-কর্মীরা। কিন্তু হঠাৎ করে কয়েকটি ব্যানার রাতের আধাঁরে কেবা-কাহারা ভাংচুর করে। পরে এই ঘটনা নিয়ে স্থানীয় দু’পক্ষের সাথে কথার কাটা-কাটির এক পর্যায় হামলা চালায় একপক্ষ। এসময় আহত হয় যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদারসহ ৫জন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে রাসেলের অবস্থার অবনতি হলে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
কয়ারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন সরদার বলেন, আমাদের নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের বেশ কয়েকটি ব্যানার ময়দান বাজারসহ কয়েকটিস্থানে স্থাপন করি। আমাদের প্রায় ৬টি ব্যানার ভেঙ্গে ফেলে। এ বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মামুন হাওলাদার, মুন্না হাওলাদার, টিপু হাওলাদার ও তপুসহ বেশ কয়েকজন মিলে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এসময় যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদারসহ ৫জন লোক আহত হয়। আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো।
অভিযুক্ত মামুন হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ান করা হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
