
মাদারীপুর প্রতিনিধি।।
“স্বাস্থ্যের নির্ভরতা, স্বাদের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক মানের বেকারী প্রতিষ্ঠান ইনসাফ লাইভ বেকারী। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পর থেকেই স্থানীয় ক্রেতাদের মাঝে বেকারীটি নিয়ে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে অত্যাধুনিক মেশিনে স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রস্তুত করা হবে মানসম্মত কেক, বিস্কুট, প্যাটিস, পিজ্জা, বার্গার, সমুচা, স্যান্ডউইচ, পেস্ট্রি, পাপড়, পুডিং রোলসহ নানা মুখরোচক খাবার।
এছাড়া জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য আকর্ষণীয় ডিজাইনের কেক অর্ডার অনুযায়ী তৈরি করা হবে এবং ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে।
অর্ডার দিতে যোগাযোগ করা যাবে ফোন নম্বরে — ০১৬৭৭-৫৭৬১০৮।
ইনসাফ লাইভ বেকারী অবস্থিত মাদারীপুরের চোকদার সুপার মার্কেট, মস্তফাপুর বাসস্ট্যান্ড, জনতা ব্যাংকের দক্ষিণ পাশে।
